দ্বিতীয় দিনের মতো চলছে সুন্দরবনের আগুন নেভানোর কাজ। সোমবার সকাল ৭টা থেকে আবারও আগুন নেভানোর কাজ শুরু করেছে বনবিভাগ, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বিমান বাহিনী। হেলিকপ্টারে করে পানি এনে ছিটাচ্ছে বিমান বাহিনী, তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি।
ঘটনাস্থলে উপস্থিত মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতান বলেন, সোমবার ভোর ৬টা থেকে পানি দেওয়া শুরু হয়েছে। তিনি বলেন, গতকালই সবকিছু প্রস্তুত করা ছিল। আজ ভোর থেকে পূর্ণ উদ্যমে পানি দেওয়ার কাজ চলছে। এর মধ্যে আগুন আর বাড়তে পারেনি।
তবে ঘটনাস্থল থেকে পানির উৎস দূরে হওয়ায় এবং দুর্গম পথের কারণে প্রথম দিন সেখানে পানি দেওয়া সম্ভব হয়নি।
রোববার ভোর থেকে সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। তবে সন্ধ্যা নেমে আসায় এবং ভাটার কারণে গতকাল বিকেলে আগুন নেভানোর কার্যক্রম বন্ধ করা হয়। অন্ধকার এবং বনের মধ্যে ঝুঁকি বিবেচনায় রাতে কাজ বন্ধ থাকার পর আজ ভোর থেকেই আবার আগুন পুরোপুরি নেভানোর কাজ শুরু হয়।