দেশের বেশিরভাগ জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ। নাকাল জনজীবন। এরমধ্যে গতরাতে রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। সন্ধ্যার পর নগরীর বিভিন্ন জায়গায় ঝড়ো বাতাস বইতে থাকে।
অবশেষে রাত সাড়ে ১০টার দিকে নামে স্বস্তির বৃষ্টি। বৃষ্টির সঙ্গে আকাশ থেকে ঝরেছে শিলা। রাজধানীতে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ধানমন্ডি, মোহাম্মদপুর, কারওয়ানবাজার, টিকাটুলি, সায়দাবাদ, মানিকনগর, গোলাপবাগ এলাকায় রাত সাড়ে ১০টার দিকে ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ছিল প্রবল হাওয়া। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৫৯ কিলোমিটারের মতো। আর বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৬ মিলিমিটার।
এদিকে আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে দেশের আট বিভাগেই টানা তিন দিন বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। সেই সঙ্গে তামপাত্রা কমারও পূর্বাভাস মিলেছে।
পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।