উপজেলার প্রথম ধাপের ভোট শেষ, চলছে গণনা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ করা হয়। দুপুর ১২টা পর্যন্ত অঞ্চলভিত্তিক ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়ার ধারণা করেছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। তবে, তার আশা ১২টার পর ভোটার উপস্থিতি বাড়ার কথা। তিনি বলেন, ভোটগ্রহণ শেষে এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া যাবে।
বিএনপি-জামায়াত ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনে অংশ নেয়নি। ফলে অনেকটাই নির্দলীয় ভোট হয়েছে। বিশেষ করে বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভোটের লড়াই হয়েছে।
এদিকে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৩০-৪০ শতাংশের মতো ভোট পড়েছে। তবে এর সঠিক সংখ্যাটি আরো কিছু সময় পর জানা যাবে। বুধবার বিকেল পৌনে ৫টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।