আন্তর্জাতিক

ব্রাজিলে বন্যায় প্রাণহানির সংখ্যা ১০০

মোহনা অনলাইন

ব্রাজিলে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। এ ছাড়া নতুন করে সৃষ্টি হওয়া ঝড়ঝঞ্জার কারণে নিখোঁজ লোকজনকে খুঁজে বের করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলছে, নিখোঁজদের সন্ধান অব্যাহত রেখেছে।

কয়েকদিনের ভারী বৃষ্টিতে এ পর্যন্ত প্রায় ৪০০ পৌরসভার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় শতশত লোক আহত হয়েছেন। এক লাখ ৬০ হাজারের বেশি বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছে। বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলছে, ১২৮ জন নিখোঁজ রয়েছেন।

বৃষ্টিতে রিও গ্রান্দে দো সুলের বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সড়ক ও সেতু। এ ছাড়া ঝড়ের কারণে ভূমিধস দেখা দিয়েছে। স্থানীয় একটি জলবিদ্যুৎকেন্দ্রের জলাধারের আংশিক ধসে পড়েছে। আরেকটি জলাধারও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। সেখান থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

 

ছবি: সংগৃহীত

ব্রাজিলের প্রাকৃতিক দুর্যোগবিষয়ক জাতীয় কেন্দ্র বলেছে, দক্ষিণাঞ্চল দিনভর আরও প্লাবিত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। বৃষ্টি আবারো শুরু হবে, এমনটিই মনে করা হচ্ছে। অনেক স্থানে পানির স্তর উচ্চ পর্যায়ে রয়েছে।

এদিকে প্রবল বৃষ্টির কারণে পানির তোড়ে রাজ্যের রাজধানী পোর্তো এলেগ্রের ওপর দিয়ে বয়ে যাওয়া গুয়াইবা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি উপচে শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইতিমধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে মন্ত্রিসভার অনেক সদস্য ছিলেন। তাঁরা স্থানীয় সরকারের সঙ্গে উদ্ধারকাজ ও পুনর্বাসন নিয়ে আলোচনা করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button