আন্তর্জাতিক

জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

মোহনা অনলাইন

ভারতের দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালকে  ২১ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছেন দিল্লির সুপ্রিম কোর্ট।

শুক্রবার (১০ মে)  বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের সমন্বয়ে গঠিত বেঞ্চ কেজরিওয়ালকে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার জন্য ১ জুন পর্যন্ত জামিন দিয়েছেন। সেদিনটিই চলমান সাত ধাপের লোকসভা নির্বাচনের ভোটের শেষ দিন

প্রতিবেদনে বলা হয়েছে, ১ জুন লোকসভা ভোটের শেষ দফা পর্যন্ত জেলের বাইরে থাকবেন আম আদমি পার্টির (আপ) প্রধান। দিল্লির আবগারি দুর্নীতিকাণ্ডে গত ২১ মার্চ তাকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই থেকে তিহারে বন্দি কেজরিওয়াল।

অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার সময় ভারতের সুপ্রিম কোর্ট উল্লেখ করেন যে , ২ জুন তাকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। শুক্রবারই জেল থেকে বের হতে পারবেন কেজরিওয়াল।

এই খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের খুশি হওয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেয়েছেন দেখে আমি খুব খুশি। চলতি নির্বাচনের পরিপ্রেক্ষিতে এটা খুব সহায়ক হতে চলেছে।’

চলতি লোকসভা নির্বাচনে প্রচার করতে দেওয়ার জন্য জামিন চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দিয়েছিলেন কেজরিওয়াল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button