চালকের ঘুম ঘুম ভাব থাকার কারণে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্যাংক লরিরচাপায় সড়কে প্রাণগেল দুই জনের।
শনিবার (১১ মে) ভোর সাড়ে ৫ টায় সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের কাউগাঁও মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাজারের নৈশ্যপ্রহরী বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা আজাহার আলী (৬৫) ও দোকানের ক্রেতা হাটখোলা এলাকার বাসিন্দা রানা (৩০)।বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালী থানার ওসি ফরিদ হোসেন।
ঘটনাস্থলে থাকা এসআই দুলু বলেন,ভোর সোয়া ৫টায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী তেলবাহী একটি ট্যাংকলরি কাউগাঁও মোড়ে আব্দুস সোবহানের মুদিখানা ও বয়লার মুরগীর দোকানে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে বাজারের নৈশ্যপ্রহরী আজাহার আলী ও চা পান করতে আসা ফল দোকানের কর্মচারী রানা গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই নৈশ্যপ্রহরী আজাহার আলী মারা যান। আর হাসপাতালে নিলে সেখানে মারা যান রানা।
পরে কোতোয়ালি থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
৫ নং শশরা ইউনিয়নের চেয়ারম্যান মকছেদ আলী রানা ও দোকানদার আব্দুস সোবাহান বলেন, প্রায় ১০০ গজ দূর থেকে ট্যাংক লরিটি একাধিক দোকান মাড়িয়ে মুদিখানার ও বয়লার মুরগির দোকানে উঠিয়ে দেয়।
কোতয়ালী থানার ওসি ফরিদ হোসেন জানান,এই ঘটনায় ট্যাংকলরির চালক কুষ্টিয়ার রাহিনী বটতলার বাসিন্দা রাজু খন্দকার ও সহকারী একই এলাকার সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।