Top Newsধর্ম ও জীবন

এখনো ভিসা হয়নি ৩১ হাজারের বেশি হজযাত্রীর

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ৮৫ হাজারের বেশি হজযাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন।  সে হিসেবে হজ করতে সৌদি আরবে যাওয়া শুরু হয়েছে ৯ মে থেকে।কিন্তু দু:শ্চিতার বিষয় হলো এখনও ভিসা হয়নি ৩৭ শতাংশ হজযাত্রীর।

আজ শনিবার (১১ মে) আবেদনের সময়সীমা শেষ হতে চললেও এখন পর্যন্ত ভিসা পাননি ৩১ হাজার ৩৫৮ জন হজযাত্রী। আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৫৩ হাজার ৮৯৯ হজযাত্রীর ভিসা হয়েছে। সেই হিসাবে এখনো ৩৭ শতাংশ হজযাত্রীর ভিসা হয়নি।

তবে ভিসা জটিলতায় কোন হজযাত্রী হজে যেতে পারবেন না এমনটি হবে না বলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।  কোন জটিলতা থাকবে না এমনটাই মনে করছে ধর্ম মন্ত্রণালয়। আশা করা হচ্ছে শনিবারের মধ্যে বেশিরভাগ হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়ে যাবে। অল্প কিছু বাকি থাকলে,সেটাও দু-একদিনের মধ্যে করার জন্য সময় পাওয়া যাবে।

আশকোনা হজ ক্যাম্প সূত্রে জানা গেছ,এ বছর ৮৫ হাজার ২৫৭ বাংলাদেশি হজ করতে সৌদি আরবে যাবেন। এর মধ্যে বিমান ৪২ হাজার ৬২৯ জন যাত্রী বহন করবে এবং বাকি যাত্রী বহন করবে সৌদি আরবের দুটি এয়ারলাইনস।

মোট হজযাত্রীর মধ্যে ৮০ হাজার ৮৩৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন বাকি ৪ হাজার ৪১৯ জন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button