জাতীয়সংবাদ সারাদেশ
রাজধানীর উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযান
রাজধানী উত্তরা তৃতীয় পর্বের ১৭ নং সেক্টর এলাকায় অবৈধ ভবন উচ্ছেদ অভিযান করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক। বুধবার (১৫ মে ) দুপুর ০১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় বিকেলে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন ৩/২) এর মোবাইল কোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারওয়ার বলেন কোন নিয়ম নীতি মানছেন না বহির্ভূত স্থাপনা ভবন নির্মাণ করছেন। তাদের সতর্ক করেছি মালিকরা নিজ দায়িত্বে না ভাঙলে পরবর্তীতে আরো জরিমানা করা হবে, রাজকের উচ্ছেদ অব্যাহত থাকবে তিনি জানান।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ৩/২ এর অথরাইজড অফিসার কায়সার, সহকারি অথরাইজড অফিসার আতাউর রহমান শেখ, ইমারত পরিদর্শক শিপু মন্ডল, প্রধান ইমারত পরিদর্শক জয়নালসহ রাজউকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।