নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
রাজধানীর সবুজবাগ মায়াকানন এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছেন। নিহতরা হলেন, মফিজুল ইসলাম (২০), আলতাফুর (৪০) ও অন্তর (২২)।
আজ শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় আলতাফুর ও অন্তর। আর বেলা ২টার দিকে মফিজুলকে মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহত মফিজুলের মামা মিজানুর রহমান জানান, মায়াকানন ৭ নম্বর জামে মসজিদের একটি ১০ তলা ভবনে রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করতো মফিজুল। আজ সকাল ১০টার দিকে ভবনের ১০ তলার বাহির পাশে মাচান বেশে দেয়াল প্লাস্টারের কাজ করছিলো। মাচানটিতে ছিলো মফিজুল, মিস্ত্রী আলতাফুর (৪০) ও আরেক সহযোগী অন্তর (২২)। তখন মাচানটির রশি ছিড়ে তারা ৩ জনই নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আলতাফুর ও অন্তর। তবে পুলিশ ও সহকর্মীরা ৩ জনকেই মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ওই ২ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। চিকিৎসাধীন রাখা হয় মফিজুলকে।