Top Newsআন্তর্জাতিক

গাজায় ফুরিয়ে আসছে মানবিক সাহায্যপণ্য

 

দিন দিন গাজায় মানবিক সাহায্যপণ্য ফুরিয়ে আসছে। এ অবস্থায়  সামনের দিনগুলোতে তাদের জন্য কতটা কষ্টের হতে পারে তা নিয়ে চলছে আলোচনা। বিষয়টি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ)।

সংস্থাটি জানিয়েছে,গাজায় বিতরণ করার জন্য প্রায় সব কিছুই শেষ। সংস্থাটি এক্স পোস্টে জানায়, পানি ও স্যানিটেশন পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। সরবরাহ করা সাহায্যপণ্য আমদানি বন্ধ থাকায় লোকেরা স্যানিটেশনের প্রয়োজনগুলো সমাধানে কেবল ধ্বংসস্তূপ ও বর্জ্য ব্যবহার করতে পারেন।

হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদা এক ভিডিও বার্তায় বলেছেন, রাফা ও গাজার অন্যান্য এলাকায় স্থল আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখবে ফিলিস্তিনিরা।  আগ্রাসন যতদিনই স্থায়ী এবং এর রূপ যা-ই হোক না কেন।

হামাসের মুখপাত্র বলেন, ‘আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে পূর্ণ ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা শত্রুর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। যে যুদ্ধ তাদেরকে খাদে টেনে নিয়ে যাবে, যেখানে তারা সৈন্যদের মৃত্যু আর অফিসাররা বন্দি হওয়া ছাড়া কিছুই পাবে না।’

আবু ওবাইদা আরো বলেছেন, ‘হামাস ট্যাংক, সামরিক যান এবং বুলডোজারসহ শতাধিক ইসরায়েলি সাঁজোয়া যানকে লক্ষ্যবস্তু করেছে। পাশাপাশি সুড়ঙ্গ উড়িয়ে দিয়ে, রকেট ও মর্টার নিক্ষেপ করে প্রতিহত করার চেষ্টা অব্যাহত রেখেছে।

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রায় ৮ মাসে অন্তত ৩৫ হাজার ৮০৬ জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন ৮৪ হাজার ৩১১ জন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button