৪৮ ঘন্টার হিট অ্যালার্টের মধ্যেই দেশের বিভিন্নস্থানে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হয়েছে।
আজ শনিবার সকাল থেকে বঙ্গোপসারে হালকা লঘুচাপের কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখা যায়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ২০ তারিখের পর সাগরে লঘু চাপ বাড়তে পারে। এপ্রিল-মে মাসে সব সময় দেশে সাইক্লোন হয় এবছরও তার ব্যাতিক্রম নয়। তবে সামগ্রিক অবস্থা লঘু চাপের মুভমেন্ট এবং লঘু চাপটি নিম্ন চাপে রুপ নিবে কিনা তার ওপর নির্ভরশীল। তবে বৃষ্টিপাত হলে হিট এলার্ট কিছুটা শীথিল হবে।
এদিকে গাজীপুরের শ্রীপুর ও টাঙ্গাইলের কালিহাতিতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তবে সাগর শান্ত থাকায় নিম্ন চাপ বা বড় ধরণের কোনো সাইক্লোনের পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর।