Top Newsজাতীয়

আরেক দফা বাড়লো সোনার দাম

মোহনা অনলাইন

দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বেড়েছে। টানা অষ্টম দফা কমার পর পঞ্চম দফায় বাড়ানো হলো স্বর্ণের দাম। ঘোষিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি দাম বেড়েছে এক হাজার ১৭৮ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ১৮ হাজার ৪৬০ টাকা। স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর করা হচ্ছে।

বাজুস আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সমিতির মূল্য তদারকি কমিটির এক সভায় সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে।

নতুন দর অনুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ১৩ হাজার ৮৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেট মানের সোনা ৯৬ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হবে ৮০ হাজার ১৩২ টাকা।

আজ (১৯ মে) পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ৯৫ হাজার ৯৬০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ৭৯ হাজার ৩৩৯ টাকা। সে হিসাবে মূল্য সমন্বয়ের কারণে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ১৭৮ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটে ৯৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৭৯৩ টাকা দাম বেড়েছে।

গত ২১ এপ্রিল দেশে সোনার মূল্যবৃদ্ধি পেয়ে সর্বোচ্চ দামে পৌঁছায়। তখন প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button