Top Newsজাতীয়

অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, দুর্ভোগ

মোহনা অনলাইন

রাজধানীতে অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন চালকরা। এসময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ সকালে মিরপুর-১০ মোড়ে অবস্থান নেন কয়েকশো ব্যাটারিচালিত অটোরিকশা চালক। মিরপুর জোনের সহকারী কমিশনার হাসান মুহম্মদ মোহতারিম জানান, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিরপুর সাড়ে ১১ এলাকায় গিয়ে দেখা যায়, রিকশাচালকরা হাতে লাঠিসোটা নিয়ে সড়কে অবস্থান নিয়েছে। তারা পূরবী এলাকা দিয়ে কোনো যানবাহন চলতে দিচ্ছে না। কেউ যানবাহন নিয়ে যেতে চাইলে তাকে ধাওয়া দিচ্ছে চালকরা। এ সময় মিরপুর ১২ থেকে ১০ নম্বরগামী যানচলাচল বন্ধ হয়ে যায়।
রিকশাচালকরা জানান, কোনো শর্ত ছাড়া তাদের রাস্তায় অটোরিকশা ও ইজিবাইক চালাতে দিতে হবে।

অটোরিকশাচালকরা রাস্তা অবরোধ করার ফলে মিরপুর ১০ এলাকা দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে আশপাশের এলাকায় লম্বা যানজটের সৃষ্টি হচ্ছে।

গত ১৫ মে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপদেষ্টা পরিষদ ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

বৈঠকের সভাপতিত্ব করা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।ওবায়দুল কাদের বলেন, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের কারণে সারা দেশে দুর্ঘটনা বাড়ছে, এসব যানবাহনের সঙ্গে জড়িত মৃত্যুর হারও বেশি।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button