Top Newsখেলাধুলা

আজ মাঠে নামছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ

মোহনা অনলাইন

টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবার কোনও সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই মূল টুর্নামেন্টের আগে কন্ডিশনের সম্পর্কে একটা ধারণা দেবে এই সিরিজ। বিশ্বকাপের মূল মঞ্চের প্রস্তুতিমূলক হিসেবে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ সময় আজ রাত ৯টায় হিউস্টনের প্রেইরি ক্রিকেট কমপ্লেক্স মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। সিরিজের শেষ দুটি ম্যাচ ২৩ ও ২৫ মে।

শক্তির বিচারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের চেয়ে অনেকখানি পিছিয়ে থাকলেও ম্যাচটি কেবল কন্ডিশনের খাতিরেই শান্তদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের মাটিতে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে এই তিন ম্যাচের সিরিজে নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ নাজমুল হোসেন শান্তদের।

এই সিরিজকে ঘিরে স্বাগতিক যুক্তরাষ্ট্র রোমাঞ্চিত। দুই দলের প্রথম দ্বিপক্ষীয় সিরিজের টিকিট একটু অন্যভাবে বিক্রি করছে তারা। ফেসবুকে বাংলাদেশকে নিয়ে পোস্ট দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। সাধারণত আয়োজক বোর্ড নিজেদের দলের অনুশীলনের ছবি বেশি বেশি সামাজিকমাধ্যমে পোস্ট করলেও যুক্তরাষ্ট্র দিয়েছে শুধু বাংলাদেশের অনুশীলনের ছবি। বাংলাদেশ দলের অনুশীলনের ছবির নিচে সিরিজের টিকিট বিক্রির লিংকও দিয়েছে আয়োজকরা। ম্যাচের টিকিটের দাম ১৫ ডলার।

যুক্তরাষ্ট্রের কোচ স্টুয়ার্ট ল একটা সময় বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন। দায়িত্বে ছিলেন অনূর্ধ্ব-১৯ দলেরও। তার অভিজ্ঞতা কাজে দেবে স্বাগতিক যুক্তরাষ্টের। আরেকজন আছেন, তিনি কোরে অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার বর্তমানে খেলছেন মার্কিনিদের হয়ে। বাংলাদেশকে তিনি চেনেন বেশ ভালোভাবে। সবমিলিয়ে বাংলাদেশের বিপক্ষে এক্স ফ্যাক্টর ল ও অ্যান্ডারসনই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button