তীব্র তাপপ্রবাহ ও খরা দেখা দিয়েছে মেক্সিকোতে। এতে সেখানকার দক্ষিণ-পূর্বের ক্রান্তীয় বনাঞ্চলে থাকা বিপন্ন হাউলার বানরগুলো মরে গাছ থেকে পড়ছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, তাবাসকো রাজ্যে এই সপ্তাহে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, পানিশূন্যতার কারণে বানরগুলোর মৃত্যু হয়েছে। রাজ্যের তিনটি পৌরসভায় বানর মারা গেছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
তাবাসকোর ক্যামালকাল্কো বনে স্বেচ্ছাসেবীরা বানরের মৃত্যু কমানোর জন্য পানি ও ফল রেখে আসছেন। সেইসঙ্গে তাঁদেরকে মৃত বানরের মরদেহ উদ্ধার করতে দেখা গেছে।
মেক্সিকান পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, বানরগুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে হিটস্ট্রোক,পানিশূন্যতা, অপুষ্টি বা ফসলে কীটনাশকযুক্ত ধোঁয়া দেওয়ার মতো বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেন, ‘ তাপমাত্রা সেখানে অনেক। আমি দীর্ঘদিন ধরে রাজ্যগুলো পরিদর্শন করছি। এখনকার মতো তাপমাত্রা এতটা অনুভব করিনি।’
বিশ্লেষকরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ দেখা যাচ্ছে।