বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) মেয়াদি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।
আজ বুধবার (২২ মে) শিল্পী সমিতিসহ ১৯ সংগঠনের জরুরি বৈঠক করতে যাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি)।
নির্বাচনের ফলাফল মেনে নিয়ে ২৫ দিন পর নিপুণের রিট করা ভালোভাবে দেখেননি অনেক শিল্পীরা। আজ বিকেল ৩টায় এফডিসিতে ১৯ সংগঠনের সঙ্গে শিল্পী সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে।
বৈঠকে স্টার সিনেপ্লেক্সের অনিয়ম সহ নিপুণের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসতে পারে। এমনকি নিপুণকে বয়কটের সিদ্ধান্ত আসতে পারে বলছেন অনেক শিল্পী। তবে ঘোষণা না আসা পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এছাড়াও নিপুণের করা রিট এবং মিশা-ডিপজলকে অশিক্ষিত বলে কটাক্ষ করায় প্রতিবাদ জানিয়ে এই নায়িকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করবেন শিল্পীরা। এতে অংশ নেওয়ার কথা রয়েছে নিপুণ সমর্থিত ১০৩ জন শিল্পীদেরও।