Top Newsআন্তর্জাতিক

ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচনে ভোট হচ্ছে ভারতে

১৪০ কোটি জনসংখ্যার গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে।

আজ শনিবার (২৫ মে) সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয় যা একটানা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আজ ষষ্ঠ দফায় দিল্লি, হরিয়ানা, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, জম্মু-কাশ্মীর ও পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে দিল্লির সাতটি লোকসভা আসনেই আজ ভোট হচ্ছে। ষষ্ঠ দফায় হরিয়ানার ১০টি আসন, বিহারের আটটি, ঝাড়খণ্ডের চারটি আসন,উড়িষ্যায় ছয়টি আসন,উত্তর প্রদেশের ১৪টি,পশ্চিমবঙ্গের আটটি, দিল্লির সাতটি ও জম্মু-কাশ্মীরের একটি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে।

ষষ্ঠ দফার মধ্যদিয়ে লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৪৮৬টির ভোটগ্রহণ সম্পন্ন হবে। শেষ দফায় আগামী ১ জুন ভোট হবে ৫৭ সংসদীয় আসনে।

দেশটির ১৮ তম সাধারণ লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল শুরু হয়েছে যা ১ জুন ২০২৪ পর্যন্ত চলমান থাকবে। এই নির্বাচনের মাধ্যমে ভারতের লোকসভার মোট ৫৪৩ জন সংসদীয় প্রতিনিধিদের নির্বাচন করা হবে। নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হবে এবং ৪ জুন ২০২৪ ফলাফল ঘোষণা করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button