পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবে ভ্রমণ ভিসায় অবস্থানরত পর্যটকদের মক্কা নগরীতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ মে) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মক্কায় ২৩ মে থেকে হজের মৌসুম শুরু হয়েছে, যা শেষ হবে ২১ জুন। ফলে এই সময়ের মধ্যে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রকার ভ্রমণ ভিসাধারী ব্যক্তির ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
এ ছাড়া ভ্রমণ ভিসাধারীদের হজ পালনের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি ভ্রমণ ভিসাধারীদের এ সময়ে হজের অনুমতি ছাড়া মক্কায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। আর তা না মেনে মক্কায় ভ্রমণ করলে সৌদির নিয়মানুসারে জরিমানা দেয়ার বিষয়ে সতর্ক করেছে।
এছাড়াও পবিত্র স্থানগুলোতে আরও উন্নত মানের সেবার জন্য বাস পার্কিং এবং অবকাঠামোর গুণমানও পরীক্ষা করা হয়েছে। শক্তিশালী অবকাঠামো প্রকল্পের উপর নির্ভর করে হজযাত্রীদের সহযোগিতা করার জন্য বিভিন্ন খাতকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে পরিবহন ব্যবস্থার জন্য নানামুখী পরিকল্পনা নিয়ে আলোচনার মাধ্যমে সময়সূচী চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে হজ যাত্রীদের সুবিধার্থে পরিবহন ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। পরীক্ষামূলকভাবে ১২ লাখ হজ যাত্রীর জন্য ৩৬ হাজার পরিবহন ব্যবস্থা করা হয়। মিনা, আরাফার ময়দান এবং মুজদালিফাতে ৬শটি অপারেশন পয়েন্ট এবং ২শটি ক্যাম্পসহ ৬৩টি কোম্পানির ৪ হাজার বাস ছিল।
এই পরীক্ষায় সবথেকে বেশি যে লাভ হয়েছে তা হলো হজ করতে যাওয়া যাত্রীদের সেবায় হজ বিষয়ক অফিসগুলোর অংশগ্রহণ এবং প্রয়োজনের ভিত্তিতে পবিত্র স্থানগুলোর মধ্যে ভ্রমণের সময়ও পরিমাপ করেছে কর্তৃপক্ষ। এছাড়াও এই পরীক্ষার মাধ্যমে হজ যাত্রীদের কোন কোন ক্ষেত্রে সমস্যা ও অসুবিধার সম্মুখীন হতে হয় তাও পর্যবেক্ষণ করেছেন তারা।