ভারতের রাজধানী দিল্লির একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাত নবজাতকের মৃত্যু হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিসের বরাতে এনডিটিভি জানায়, পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু পরিচর্যা কেন্দ্রে শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের প্রথম তলা থেকে ১২ জন নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজন মারা যান। পাঁচ শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে পৃথক এক ঘটনায় শনিবার রাতে দিল্লির শাহদারা এলাকার একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।