রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূলীয় অঞ্চল
গৌতম হালদার, কলাপাড়া, পটুয়াখালী : ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে উপকূলীয় অঞ্চল। বঙ্গোপসাগর ও নদ-নদী উত্তাল হয়ে ওঠায় ঢেউয়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে গেছে একাধিক বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভেঙে পড়েছে হাজারো কাঁচা বাড়িঘর এবং অসংখ্য গাছপালা।
কলাপাড়া উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের গইয়াতলা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এক কিলোমিটার অধিক এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। যেকোনো সময় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে কয়েকটি গ্রাম। চাকা মুইয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫০ ফুট বিধ্বস্ত হয়ে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে তিন থেকে চারটি গ্রাম। ভাঙন দেখা দিয়েছে উপজেলার ডালবুগঞ্জ, মহিপুরসহ বিভিন্ন ইউনিয়নের বেড়িবাঁধে। এক হাজারের বেশি পুকুর এবং পাঁচ শতাধিক আজ ভেসে গেছে জলোচ্ছ্বাসের তোড়ে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষীরা। উপড়ে পড়েছে বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করতে পারেনি উপজেলা প্রশাসন।