জাতীয়

ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম আসন বিক্রি শুরু ২ জুন

মোহনা অনলাইন

রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট আগামী ২ জুন থেকে বিক্রি শুরু হবে।

আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে রেলমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

জিল্লুল হাকিম বলেন, শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ জুনকে ঈদের দিন ধরে আগামী ২ জুন আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

এর আগে আন্তমন্ত্রণালয় সভায় ২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী, এবার ঈদের আগে পাঁচ দিন ট্রেনে ঈদযাত্রা ধরা হতে পারে। যদিও গত ঈদে সাত দিন ধরা হয়েছিল। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন।

ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল প্রায় আট দিন। ঈদুল আজহায় ১৬ থেকে ১৮ জুন সরকারি ছুটি। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার। তাই ১৩ জুন বৃহস্পতিবার অফিস করেই বাড়ির পথে ছুটবে মানুষ। সব মিলিয়ে এবারের ঈদে ছুটি হবে কমপক্ষে পাঁচ দিনের।

বৈঠক সূত্রে জানা গেছে, রেলওয়ের কর্ম পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে আন্তনগর ট্রেনের ১২ জুনের টিকিট বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের টিকিট বিক্রি হতে পারে ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি হতে পারে ৪ জুন; ১৫ জুনের টিকিট বিক্রি হতে পারে ৫ জুন; ১৬ জুনের টিকিট বিক্রি হতে পারে ৬ জুন। এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

সভায় সভাপতিত্ব করেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। এ সময় রেল মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়েসহ অনলাইনে টিকিট সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button