বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হওয়ার পরও এই সমিতি নিয়ে আলোচনা-সমালোচনা থেমে নেই। এবার প্রশ্ন উঠেছে এই সমিতির কাজ কী? কিংবা শিল্পীদের জন্য আসলে কতটা কাজে আসে চলচ্চিত্র শিল্পী সমিতি। এসব নিয়ে কথা বলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা।
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ষা লিখেছেন, ‘শিল্পী সমিতি শিল্পীদের জন্য কী কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি তা আর বললাম না। পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই। মানুষের এতো ধৈর্য।’
এই পোস্টের সত্যতা তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমে। এবং কোন বিষয় নিয়ে তার এই মন্তব্য তাও জানিয়েছেন এই অভিনেত্রী।
বর্ষা সংবাদ মাধ্যমে বলেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাট ইজারা নিয়েছেন। শিল্পীদের গরুর হাটে চাকরি দেয়ার কথা বলেছিলেন মিশা। এ নিয়ে সংবাদ প্রকাশের পর বিরক্তি প্রকাশ করেছেন মিশা। এসব নিয়ে ফেসবুকে এখন ব্যাপক চর্চা হচ্ছে।’