স্ত্রী সন্তানসহ বেনজীরকে দুদকে তলব
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদকে স্ত্রী-সন্তানসহ জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৬ জুন তাঁকে এবং ৯ জুন স্ত্রী ও সন্তানকে স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মে) দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে তলব করা হয় বলে জানা গেছে।
এর আগে বেনজীর ও তার পরিবারের সদস্যদের ৮৩টি জমির দলিল ও ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এ আদেশ আমলে নিয়ে শিগগিরই দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিম বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যের জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে। দুদক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ মে) আদালতের এ আদেশের পর পুলিশ ও র্যাবের এই সাবেক কর্মকর্তা এবং তার স্ত্রী ও দুই মেয়ের অবৈধ পন্থায় অর্জিত বিপুল সম্পদ নিয়ে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দুদকের প্রধান আইনজীবী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান এনটিভি অনলাইনকে বলেন, ‘দুদকের আবেদনে আদালত সাবেক আইজিপি বেনজীর আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি এবং ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন।’
শুক্রবার (২৪ মে) সকালে টেলিফোনে দুদকের এই আইনজীবী আরও বলেন, ‘দুদক আইন ও বিধিমালা অনুযায়ী আমাদের অনুসন্ধানকারী দল এখন বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারবে।’
অনুসন্ধানকারী দল তাদের প্রয়োজনে যেকোনো সময় বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের তলব করতে পারে জানিয়ে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান এনটিভি অনলাইনকে বলেন, ‘দুদক আইন ও বিধিমালা এবং মানিলন্ডারিং আইন ২০১২ এর ক্ষমতাবলে আদালত বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের নামে থাকা জমির দলিল জব্দ করেছেন। এখন তারা এগুলো ট্রান্সফার (হস্তান্তর) করতে পারবেন না। এগুলো সবই করা হয়েছে অনুসন্ধান কাজের অংশ হিসেবে। এখন পরবর্তী অনুসন্ধানের প্রয়োজনেই তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে।’