ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট যান্ত্রিক ত্রুটির কারণে গত সোমবার দফায় দফায় বন্ধ হয় মেট্রোরেল। কিন্তু, আজ বুধবার (২৯ মে) সকালে আবারও ত্রুটি দেখা দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থেমে যায় মেট্রোরেল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বুধবার (২৯ মে) সকাল সোয়া ৯টার পর উত্তরার উদ্দেশে মতিঝিল ছেড়ে আসে মেট্রোরেল।
সচিবালয় স্টেশন পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ঢোকার কয়েক মিটার আগে সকাল ৯টা ৩২ মিনিটে ট্রেনটি বন্ধ হয়ে যায়। যদিও ৯টা ৪০ মিনিটে ট্রেনটি আবারও ঢাবি স্টেশন থেকে উত্তরার উদ্দেশে ছুটতে শুরু করে।
এর আগে ঘূর্ণিঝড় রেমালের দিন সোমবার সকাল থেকেই মেট্রোরেলের সিগন্যাল সিস্টেমে সমস্যা দেখা দেয়। কয়েক দফায় এ সমস্যা দেখা দেওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েন যাত্রীরা।
মেট্রোরেল চলাচলে বিভিন্ন দেশেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় জানিয়ে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলেছে, যখন যে সমস্যা ধরা পড়ছে, সেটা নিয়ে কাজ চলছে।
ডিএমটিসিএলের জিএম (অপারেশন) মো. ইফতিখার হোসেন বলেন, ‘টেকনিক্যাল জিনিস একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত। তাই একটা জায়গায় সমস্যা হলে সেটা অন্যটার ওপর প্রভাব ফেলে। দুবাই, দিল্লি, কলকাতা মেট্রোতেও এমন সমস্যা হয়।