ব্যাটে-বলে দারুণ ঝলক দেখিয়ে দলকে জেতান নামিবিয়ার সেরা তারকা ডেভিড ভিসা। সুপার ওভারের প্রথম দুই বলেই অভিজ্ঞ ডেভিড উইসার ব্যাট থেকে এলো ১০ রান। প্রথম বলে চার আর দ্বিতীয় বলে ছয়। সুপার ওভারের রোমাঞ্চে, রোমাঞ্চিত ক্রিকেট প্রেমীরা।
সোমবার ভোরে (৩ জুন) ক্যারিবীয় দ্বীপপুঞ্জ বার্বাডোজের ব্রিজটাউনে মধ্য এশিয়ার দেশ ওমানের মুখোমুখি হয় নামিবিয়া। বি-গ্রুপের প্রথম ম্যাচটি শেষ হয় সুপার ওভারের রোমাঞ্চ ছড়িয়ে। আর এতে ওমানকে হারিয়ে শুভ সূচনা করেছে আফ্রিকার দেশটি। রুবেন ট্রাম্পেলম্যান আর ডেভিড ভিসার তোপে স্রেফ ১০৯ রানে গুটিয়ে গিয়েছিলো ওমান। ওই রান নিয়েই তারা জমিয়ে দেয় ম্যাচ। মেহরান খানের দারুণ বোলিংয়ে ম্যাচ করে ফেলে টাই। তবে সুপার ওভারে আর পেরে উঠেনি তারা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ১০৯ রান করে ওমান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে সমান ১০৯ রান করে নামিবিয়া। আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে মেহরানকে না দিয়ে বিলাল খানকে বল দেন ওমান অধিনায়ক। নামিবিয়ার হয়ে ব্যাট করতে নামেন ভিসা আর গেরহার্ড এরাসমাস। বিলালের প্রথম দুই বলে চার-ছয় মারেন ভিসা। তৃতীয় বলে দুই রান নেওয়ার পর চতুর্থ বলে সিঙ্গেল নিলে স্ট্রাইক পাওয়া এরাসমাস। নামিবিয়া অধিনায়ক শেষ দুই বলে বের করেন বাউন্ডারি। সুপার ওভারে ২১ রানের চুড়ায় উঠে নামিবিয়া। বোলিং করতে এসে সুপার ওভারে ১০ রানের বেশি দেননি ভিসা, নেন ১ উইকেট। দারুণ জয়ে পয়েন্ট অর্জন করে নামিবিয়া।