বিনোদন

রাজনীতির মঞ্চেও ‘দিদি নম্বর ওয়ান’

মোহনা অনলাইন

দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। হুগলি কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে ব্যাপক ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন এই তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গণনার নয় রাউন্ডের শেষে লকেটের চেয়ে অন্তত ৩২ হাজার ভোটে এগিয়ে আছেন রচনা; ভোট পেয়েছেন ৩ লক্ষ ৭৫ হাজার ৭১৩ টি। অপরদিকে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি পেয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ৪০৩ ভোট।

যদিও টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, রচনা ব্যানার্জির থেকে প্রায় ৬০ হাজার ভোটে পিছিয়ে ছিলেন লকেট। শেষ মুহূর্তে ৫০ হাজার ভোটে হেরে যান এই বিজেপি প্রার্থী। চলতি বছর তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, তখন সেই তালিকার অন্যতম চমক ছিলেন রচনা ব্যানার্জি। এদিকে রচনা ব্যানার্জী রাজনীতির মঞ্চে নেমেছিলেন নিজের সতীর্থের বিরুদ্ধেই লড়াই করতে; সেই যুদ্ধেও ‘দিদি নম্বর ওয়ান’ হলেন তিনি|

রাজনীতির মাঠে একে অপরের বিপক্ষে লড়াই করলেও আদতে দুই প্রার্থীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দু’জনেই অভিনেত্রী। পেশার সূত্রেই দু’জনের বন্ধুত্ব। প্রায় দীর্ঘ ১৭ বছরের বন্ধুত্ব রয়েছে লকেট এবং রচনার। রাজনীতির লড়াইয়ে নেমে একে অপরকে কখনও কটু কথায় আক্রমণ করেননি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button