জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন। অন্যান্য তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকলেও তিনি এসব থেকে দূরে রয়েছেন। একেবারেই ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করেন না সারিকা।
এক সাক্ষাৎকারে সারিকা বলেন, ভাই, আমি ভাইরাল হওয়ার দৌড়ে নাই। নিজের অভিনয়টা ঠিকমতো করে যেতে চাই। একটা কাজেই মনোযোগ দিতে চাই। আমি নিজের কাজটি ভালো করে করলে দর্শক আমাকে পছন্দ করবেনই। সেই আস্থা আছে। যে কারণে ভাইরাল ট্রেন্ডে গা ভাসাই না। যান্ত্রিক জীবন, প্রতিযোগিতা, দৌড় এসব আমার পছন্দ নয়। যে কারণে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করি না।
এদিকে চঞ্চলের সঙ্গে জুটি হয়ে সাত পর্বের ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। এছাড়াও শেষ করেছেন রায়হান রাফী ও আবদুল্লাহ মোহম্মদ সাদের ওটিটির কাজ।
অভিনেত্রী আরও বলেন, আসন্ন ঈদে পাঁচটির মতো নাটকে কাজ করেছি। নাটকের জন্য প্রত্যাশামতো গল্প পেলেই কাজ করেন, ওই সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন সারিকা। অভিনেত্রীর ভাষ্য, ‘শিল্পী হিসেবে গল্পের জায়গায় চাওয়া-পাওয়ার প্রত্যাশার মিল থাকে না। বিষয়টা তো প্রযোজক ও পরিচালকের ওপর।
২০০৬ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন সারিকা। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। এরপর ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন সারিকা। এরপর অভিনয় ও মডেলিংয়ে তুমুল ব্যস্ত হয়ে পড়েন তিনি।