Top Newsঅপরাধ

সিয়াম ১৪ দিনের জন্য সিআইডি হেফাজতে

সাম্য গোস্বামী, কলকাতা থেকে : এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় অন্যতম সন্দেহভাজন ব্যক্তি সিয়াম হোসেনকে ১৪ দিনের জন্য সিআইডি হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার দুপুরে অভিযুক্ত সিয়ামকে হাজির করা হয় বারাসাত জেলা ও দায়রা আদালতে। মামলাটি উঠে আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারক সংগীতা লেট’এর এজলাসে। সিআইডির পক্ষ থেকে ১৪ দিনের হেফাজতের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৬৪ (হত্যার উদ্দেশ্যে অপহরণ), ৩০২ (অপরাধমূলক নরহত্যা।), ২০১ (তথ্য প্রমাণ লোপাট) এবং ৩৪ (সংঘবদ্ধ ভাবে অপরাধমূলক কাজ সংঘটিত করা)- এই চার জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে।

শুক্রবার বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে সিয়ামকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ সিআইডি।

author avatar
Mohona Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button