Top Newsজাতীয়

ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেনে শিডিউল বিপর্যয়

মোহনা অনলাইন

প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়েছে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেন৷  বিলম্বে ট্রেন ছাড়ায় গরমে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। গরমের মধ্যে প্ল্যাটফর্মে ভর্তি মানুষ অপেক্ষা করতে দেখা গেছে ট্রেনের জন্য।

বুধবার ট্রেনে ঈদযাত্রার শুরুর দিনে ঢাকা থেকে দিনের প্রথম ট্রেন রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯) ছেড়ে যায় সকাল ৭টা ২০ মিনিটে। সিডিউল অনুযায়ী ট্রেনটি ভোর ৬টায় ছাড়ার কথা ছিল।

দেখা গেছে, গত ঈদুল ফিতরের মতো এবারও প্ল্যাটফর্ম এলাকায় যেন টিকিট ছাড়া কেউ ঢুকতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

যাত্রীদের ভোগান্তিমুক্ত রাখতে প্লাটফর্ম এলাকায় প্রবেশ মুখে পুলিশ, র‌্যাব এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) কন্ট্রোল রুম স্থাপন করেছে। প্লাটফর্মে প্রবেশের মুখে ট্রাভেলিং টিকিট এক্সামিনারদের (টিটিই) যাত্রীদের টিকিট চেক করতে দেখা গেছে। তবে এবার এনআইডি মিলিয়ে দেখতে দেখা যায়নি। যারা টিকিট পাননি তাদের ১-৬ নম্বর কাউন্টারে গিয়ে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করতে দেখা গেছে।

জানা গেছে, মোহনগঞ্জগামী সকাল ৮টা ১৫ মিনিটের ট্রেন মহুয়া কমিউটার (৪৩) বেলা সাড়ে ১১টায়ও ছেড়ে যায়নি। চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার (৪) ৮টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি সাড়ে ১১টা পর্যন্ত প্লাটফর্ম ছেড়ে পায়নি।

রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) ছাড়ার কথা ছিল সকাল ৯টা ১০ মিনিটে। এটি ৪০ মিনিট বিলম্বে ৯টা ৫০ মিনিটে ছেড়েছে। ঈদ স্পেশাল ট্রেন ‘দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল’ সকাল ৯টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়ার থাকলেও ১ ঘণ্টা বিলম্বে ছেড়েছে। পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস (৭০৫) সকাল ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। এটি ২৫ মিনিট বিলম্বে ১০টা ৪০ মিনিটে ছেড়ে যায়।

রেলওয়ের একটি সূত্র বলছে, শুরুর দিকের দুটি ট্রেনের রেকে কোচ সংযোজন ভুল হয়। সেগুলো ঠিক করতে এক ঘণ্টার বেশি সময় লেগে যায়। এই বিলম্বের প্রভাব অন্য ট্রেনগুলোতেও পড়েছে। এজন্য ২০-৩০ মিনিট দেরি হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button