Top Newsরাজনীতি

সড়কে চাপ থাকলেও যানজট হবে এমন অবস্থা নেই: কাদের

মোহনা অনলাইন

ঈদ যাত্রায় সড়কে চাপ থাকবেই তবে রাস্তার জন্য যানজট হবে এমন অবস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৪ জুন) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এখন চাপ আছে, তবে যানজট যেটা বলে সেটা নেই। সড়কে চাপ থাকবেই তবে রাস্তার জন্য যানজট হবে এমন অবস্থা নেই। বাংলাদেশে সর্বকালের সবচেয়ে ভাল সড়ক এখন শেখ হাসনা সরকারের সময় হয়েছে। কোরবানির সময় পশুবাহী গাড়ি ও পশুর হাট যানজট বাড়িয়ে দেয়।

পরশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যেনো বাড়ানো না হয় সেজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, এখন বৃষ্টি হবার পূর্বাভাস পাচ্ছি, বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন। এইবার কি হয় বলতে পারি না।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button