বিনোদন

২৭ বছর পর ‘বর্ডার ২’- এর ঘোষণা

মোহনা অনলাইন

১৯৯৭ সাল। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জে পি দত্ত পরিচালিত ছবি ‘বর্ডার’। বাকিটা ইতিহাস। ভারতীয় বক্স অফিসে একের পর এক নজির গড়েছিল ছবিটি। সেই সময়ে ছবিটি প্রায় ৫৫ কোটি টাকার ব্যবসা করে। বলিউডে দেশাত্মবোধক ছবির তালিকায় জায়গা পাওয়া, বহুলচর্চিত এই ছবির সিক্যুয়েলের ঘোষণা করলেন সানি দেওল।

বৃহস্পতিবার ছবি মুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে সমাজমাধ্যমে ‘বর্ডার ২’-এর ঘোষণা করেন সানি। ইনস্টাগ্রামে তিনি যে ভিডিয়ো পোস্ট করেছেন, সেখানে অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে, “২৭ বছর আগে একজন সেনা কথা দিয়েছিলেন তিনি ফিরবেন। সেই কথা রাখতে এবং ভারতের মাটিকে তাঁর প্রণাম জানাতে আরও এক বার তিনি ফিরছেন।’’

দীর্ঘ ২৭ বছর আসছে সেই ছবির সিক্যুয়েল ‘বর্ডার ২’। জেপি দত্তর ছবির সেই আইকনিক চরিত্র নিয়ে ফিরছেন। বৃহস্পতিবার (১৩ জুন) ছবি মুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে ‘বর্ডার ২’-এর ঘোষণা দেন সানি দেওল।

ইনস্টাগ্রামে তিনি যে ভিডিও পোস্ট করেছেন, সেখানে অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে,‘২৭ বছর আগে একজন সেনা কথা দিয়েছিলেন তিনি ফিরবেন। সেই কথা রাখতে এবং ভারতের মাটিকে তাঁর প্রণাম জানাতে আরও এক বার তিনি ফিরছেন।’ নির্মাতারা জানিয়েছেন, ‘কেশরী’ খ্যাত পরিচালক সন্দীপ সিংহ ছবিটি পরিচালনা করবেন। ভূষণ কুমারের সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে জে পি দত্ত এবং তার কন্যা নিধি ছবিটি প্রযোজনা করবেন।

১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ছবিটিতে অভিনয় করেছিলেন সানি দেওল, সুনীল শেঠি , জ্যাকি শ্রফ), অক্ষয় খান্না , কুলভূষণ খারবান্দা, এবং পুনীত ইসার সহ অন্যান্য অভিনেতারা। সানি দেওল মেজর কুলদীপ সিং এর ভূমিকায় অভিনয় করেছিলেন, যেখানে কুলদীপ ছিলেন একজন পাঞ্জাবি ফৌজি, যিনি তার ব্যাটালিয়নের নেতৃত্ব দিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে বর্ডার টু শুটিং শুরু করা বলেছিলেন সানি দেওল। কিন্তু সেই সময় ওই ছবিটি বন্ধ হয়ে গিয়েছিল। কারণ সেই সময় সানির কোনও ছবিই বক্স অফিসে চলছিল না। প্রযোজকরাও টাকা ঢালতে ভয় পাচ্ছিলেন তার ছবিতে। কিন্তু ‘গদর টু’ রিলিজের পরেই বদলে গেছে চিত্র।

তারা সিং আর সাকিনা ২৩ বছর পর ফের পর্দায় এসে ঝড় তুলেছেন। সেই ছবি ব্যবসা করেছে ৪৫০ কোটি। এরপরেই একে একে পাইপলাইনে জমে থাকা সানির ছবি রিলিজের আলো দেখার পথে। সেই তালিকায় আরেক নাম ‘বর্ডার ২’।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button