ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি মিষ্টি আলাপচারিতার ভিডিয়ো শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বর্তমানে ট্রেন্ডিং সেই ভিডিয়ো। যা মুগ্ধ করেছে সদ্য রাজনীতির ময়দানে পা রাখা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকেও। কঙ্গনা বরাবরই মোদী-ভক্ত। আর এখন তো তিনি বিজেপির নবনির্বাচিত সাংসদও বটে! ইতালিয় প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর ভিডিয়ো দেখে স্থির থাকতে পারলেন না কঙ্গনা।
ভিডিয়োতে প্রধানমন্ত্রী মোদীকে খিলখিলিয়ে হাসতে দেখা গেল। মাত্র পাঁচ সেকেন্ডের ওই ভিডিয়োয় পোস্ট করে মেলোনি লিখেছেন, ‘হাই ফ্রেন্ডস, ফ্রম #Melodi। অন্যদিকে ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গেল, ‘হ্যালো, ফ্রম মেলোডি টিম’। অর্থাৎ মোদী-মেলোনি, এই দুই রাষ্ট্রনেতার জুটিকে নেটপাড়া যে নাম (মেলোডি) দিয়েছে তাতে স্বীকৃতি দিয়ে দিলেন ইতালিয় প্রধানমন্ত্রী।
দুই রাষ্ট্রের দায়িত্ব যাঁদের কাঁধে, কর্মব্যস্ততার ফাঁকে তাঁদের এই হালকা মেজাজের মুহূর্তটি দেখে খুশি কঙ্গনা রানাওয়াত। এই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে বিজেপি সাংসদ লেখেন, ‘মোদীজির সবচেয়ে প্রিয় গুণগুলির মধ্যে একটি হল যে তিনি মহিলাদের অনুভব করান যে তিনি তাদের পক্ষে রয়েছেন এবং চান যে তাঁরা উপরে উঠে আসুক (হার্ট ইমোজি)।’
তিনি আরও লেখেন, ‘এতে অবাক হওয়ার কিছু নেই যে প্রধানমন্ত্রী মেলোনি মনে করেন মোদীজি টিম মেলোনি’।
জি-৭ বৈঠকে শামিল হতে শুক্রবার ইতালিতে রওনা দেন মোদি। তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে তার এই প্রথম আন্তর্জাতিক সফর। শনিবার অপুলিয়া অঞ্চলে জি-৭ বৈঠকে মেলোনি একটি সেলফি তোলেন মোদির সঙ্গে। তার আগে ভারতীয় কায়দায় নমস্কার জানিয়ে মোদীকে স্বাগত জানান।
প্রতিটি ছবিই দেখা গেছে সমাজমাধ্যমের পাতায়। মেলোনির আমন্ত্রণেই ইতালিতে পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে এক্স হ্যান্ডলে মোদি লিখেছেন, জি৭ বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানোর জন্য ও সুন্দর আয়োজনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি।