T20 বিশ্বকাপ ক্রিকেট

১৭ বছর পর বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ

প্রায় ১৭ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই সুপার এইটে খেলেছিল বাংলাদেশ। এরপর মাঝে অনেকগুলো আসর খেললেও গ্রুপপর্ব পার করা হয়নি। এবার নেপালকে উড়িয়ে লম্বা সময়ের সেই আক্ষেপ মিটিয়েছে বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপের পর আবারও সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

নেপালকে হারিয়ে বাংলাদেশের মানুষের ঈদুল আজহার আনন্দ দ্বিগুন করার কথা জানিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। কথা রেখেছেন ক্রিকেটাররা। সুপার এইট নিশ্চিতের ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়ে দেশবাসীকে দারুন এক ঈদ উপহার দিল নাজমুল শান্তর দল।

পবিত্র ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিলো বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (১৭ জুন) কিংসটাউনে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৯ ওভার ৩ বলে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ ১৭ রান করেন সাকিব আল হাসান। এছাড়া মাহমুদউল্লাহ ও রিশাদের ব্যাট থেকে আসে ১৩ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে ২৬ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নেপাল। এরপর তানজিম সাকিব ও মোস্তাফিজের বোলিং তোপে মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায় নেপাল। চার উইকেট নেয়ে ম্যাচসেরা হয়েছেন তানজিম সাকিব। এছাড়া মোস্তাফিজ নেন ৩টি উইকেট।

চার ম্যাচে তিন জয় নিয়ে সুপার এইটে উঠলো বাংলাদেশ। অবিশ্বাস্য হলেও সত্যি, আগে কখনোই এক বিশ্বকাপে তিনটি ম্যাচ জিততে পারেনি টাইগাররা।

এর আগে ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। এরপর আর কোনো আসরেই প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেনি তারা।

 

author avatar
Mohona Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button