হাসপাতালে ভর্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। অস্ত্রোপচার হয়েছে তাঁর। তবে কোনও অসুস্থতার কারণে নয়, পেসমেকার বদলের জন্য ভর্তি হয়েছেন তিনি।
পরিবারের তরফে জানা গেছে, আপাতত ভাল আছেন ৮৮ বছর বয়সি সাহিত্যিক। দিন দুয়েক আগে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে, পেসমেকার বদলানোর জন্য। তা ভালভাবে বদলানো হয়েছে।
জানা গেছে, অনেকদিন ধরেই বুকে পেসমেকার বসানো রয়েছে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। চিকিৎসার নিয়ম অনুসারেই নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেই পেসমেকার বদলাতে হয়। তাঁর পেসমেকারটি পুরনো হয়ে গিয়েছিল। যার ফলে হার্টের সমস্যা হতে পারে। তাই তা বদলানোর জন্য তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় দু’দিন আগে।
জানা গেছে, পরিকল্পনামতোই অস্ত্রোপচার হয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। এর পরে সামান্য শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। কয়েকদিন পরেই ছেড়ে দেওয়া হবে।