বিনোদন

হবু স্বামীকে নিয়ে শ্রীলঙ্কায় চমক!

মোহনা অনলাইন

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি বাগদান সেরেছেন তার পছন্দের মানুষটির সঙ্গে। বিশেষ দিনের স্থিরচিত্র নিজের ফেসবুকে প্রকাশ করে এমনটা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

ছবিতে দেখা গেছে, লাল শাড়ি ও লাল পাঞ্জাবিতে সেজেছেন চমক আর তার হবু স্বামী। শুধু তাই নয়, দুজনের হাতে পরা ছিল বিশেষ দিনের আংটিও।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি! আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’

বাগদান সারলেও কবে বিয়ে করতে যাচ্ছেন সে বিষয়ে কিছুই বলেননি চমক। জানাননি, হবু বরের নাম ও পরিচয়ও। খোঁজ নিয়ে জানা যায়, চমকের হবু বরের নাম আজমান নাসির, পেশায় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। চমকের সঙ্গে তাকে দেখা গেছে চলতি বছর এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে। বাগদানের পরপরই তারা দু’জন উড়াল দেন শ্রীলংকায়।
এদিকে এক ভিডিও বার্তায় চমক বলেন, ‘জীবন খুব অপ্রত্যাশিত। আগামীকাল কী হবে তা আমরা কেউ জানি না। আমি একজন রাজাকে বিয়ে করছি, রাস্তার ছেলেকে বিয়ে করছি, ক্রিমিনালকে বিয়ে করছি কিংবা অসম্ভব ভালো মানুষকে বিয়ে করছি- এটা মনে হয় অন্য কারও চিন্তার বিষয় হতে পারে না। অনেক বছর একসঙ্গে থাকার পরেও কিন্তু অনেক সময় জানা যায় না মানুষটা ভালো না খারাপ। অল্প সময়ের মধ্যে আমি কী করে মানুষটাকে বিচার করব? তবে এই মুহূর্তে এই মানুষটার সঙ্গে আমি সুখী। এটাও সত্যি, সামনের বছর এই মানুষটার সঙ্গে আমি ভালো থাকব কি না, সে আমাকে এভাবে ভালোবাসবে কি না বা আমিও বাসব কি না, জানি না। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে, মানুষ নিয়ে চিন্তা না করে আসুন এই মুহূর্তে ভালো থাকার চেষ্টা করি। জীবন খুব ছোট, প্রতি মুহূর্তে ভালো থাকা গুরুত্বপূর্ণ।’
অভিনেত্রী আরও বলেন, ‘এই ছোট জীবনে মানুষ কত খারাপ চিন্তা করে। হিংসা-বিদ্বেষ আরও কত কিছু। এত কিছু বাদ দিয়ে আসুন আমরা চেষ্টা করি সবার জায়গা থেকে ভালো থাকার। আপনার জীবনে অনেক হতাশা থাকতে পারে, কষ্ট থাকতে পারে, চাওয়া-পাওয়ার অমিল থাকতে পারে। সেগুলো সমাধানের চেষ্টা করুন। অন্যরা যখন ভালো থাকে, তাদের অ্যাপ্রিশিয়েট করার চেষ্টা করুন। দেখবেন জীবনটা সুন্দর।’
বিয়ের বিষয়ে জানতে তার সঙ্গে ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করা হলে সাড়া দেননি।
উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক।  এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’।
author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button