Top Newsরাজনীতি

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া: মির্জা ফখরুল

মোহনা অনলাইন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে রোববার বিএনপির উদ্যোগে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি  কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের প্রতিহিংসায় বেগম খালেদা জিয়া দীর্ঘকাল ধরে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। তাকে সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে কারাগারে আটকে রাখা হয়েছিল। তাকে বাসায় থাকতে সুযোগ দেওয়া হলেও তিনি প্রকৃতপক্ষে পুরোপুরি অবরুদ্ধ জীবন কাটাচ্ছেন।

খালেদা জিয়া কারাগারে থেকে অসুস্থ হয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কারাগারে তার কোনো সুচিকিৎসা হয়নি। তখন বারবার তার অসুস্থতা নিয়ে কারা কর্তৃপক্ষকে জানালেও তারা তা শুনে নাই। তার চিকিৎসা করে নাই। পরবর্তীকালে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানেও তার সুচিকিৎসা হয়নি।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ড বারবার বলছেন— তার (খালেদা জিয়া) যে অসুখ তার চিকিৎসা এখানে সম্ভব নয়। কারণ তার যে বহু রোগ আছে, সেটার চিকিৎসা করতে হলে উন্নত দেশের উন্নত মাল্টি সেন্টারের প্রয়োজন। দলের পক্ষ থেকে, সুশীল সমাজের পক্ষ থেকে, এমনকি বিদেশি মিশনগুলোর পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে বলা হচ্ছে। কিন্তু তাকে চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত করে রেখেছে সরকার। মুক্তি পেয়ে বাসায় আসার পর শর্ত দেওয়া হয়েছে তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না।

প্রধানমন্ত্রীর সদ্য ভারত সফরের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশটির সঙ্গে করা চুক্তিতে বাংলাদেশ নয়, ভারত লাভবান হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশকে সেবাদাসে পরিণত করেছে সরকার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button