বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে সরকারের মানবিকতার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ (সোমবার) সচিবালয়ে নিজ দফতরে ‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার হার্টে পেসমেকার বসানো হয়েছে। তিনি ভালো আছেন, সুস্থ আছেন।’
সরকারের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘সরকার আন্তরিক বলেই বিদেশ থেকে চিকিৎসক আনার অনুমতি দেওয়া হয়েছে। এখানকার চিকিৎসকরা বিদেশ থেকে চিকিৎসক আনার পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গেই সরকার অনুমতি দিতে একটুও কার্পর্ণ্য করেনি।’
আইনমন্ত্রীর আন্তরিকতা ও মানবিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শোনেন, তাদের ভারসাম্য ঠিক আছে কি না… সেটা দেখতে হবে। তাদের ভারসাম্য নেই বলেই তারা এসব কথা বলছে। আমার প্রতি তারা যদি সংবাদ সম্মেলন করে রাগ-উষ্মা প্রকাশ করতে চান, সেটা করতে পারেন। কিন্ত আমি আশা করবো, তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না।।