পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে আমাদের যাত্রায় এবং ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট উন্নত দেশ গড়ার অভিযাত্রা পূরণে যুক্তরাষ্ট্রের শক্তিশালী অংশীদারিত্ব প্রত্যাশা করছি। ‘একসাথে আমরা আমাদের জনগণ, নিজ নিজ অঞ্চল ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রচার অব্যাহত রাখতে পারি’ বলে তিনি মনে করেন।
গতকাল মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস (৪ জুলাই) উপলক্ষে ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও এতে বক্তব্য দেন।
ড. হাছান মাহমুদ বলেন, তারা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরদার করার নতুন অঙ্গীকারের প্রশংসা করেন। চলতি বছর নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা প্রেসিডেন্ট জো-বাইডেন তার চিঠিতে যা ব্যক্ত করেছেন।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও এতে বক্তব্য দেন। তিনি বলেন, গত পাঁচ দশকে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতা ও পারস্পরিক সম্মানের গল্প। তিনি আরও বলেন, ‘সঙ্কট ও শান্তির সময় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও সহায়তাকে আমি অবশ্যই কৃতজ্ঞতার সাথে স্বীকার করতে চাই।’
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের বিস্ময় হিসেবে আবির্ভূত হয়েছে। অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধির সাথে সাথে দুই দেশের বাণিজ্য বেড়েছে। ২০২২ সালে বাণিজ্য ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং বিনিয়োগ ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশী পণ্যের একক বৃহত্তম রফতানি গন্তব্য এবং আমাদের এফডিআইয়ের একটি উল্লেখযোগ্য উৎস।
হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গা সঙ্কট তাদের ওপর বড় আকার ধারণ করছে। সাত বছর ধরে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া আমাদের সম্পদের ব্যাপক অপচয় করছে এবং বহুমুখী চ্যালেঞ্জ তৈরি করছে। ‘সৌভাগ্যক্রমে এই সঙ্কট মোকাবেলায় আমাদের মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র নেতৃস্থানীয় অংশীদার হয়েছে। আমরা এই দীর্ঘায়িত সঙ্কটের অবসানে আমাদের আন্তর্জাতিক বন্ধুদের অব্যাহত ও নবায়নযোগ্য সমর্থন চাই।’
তিনি আরও বলেন, সবচেয়ে কম দূষণকারী দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। সামান্য কার্বন নিঃসরণ ও ব্যাপক উন্নয়ন প্রয়োজনীয়তা সত্ত্বেও বাংলাদেশ কম কার্বন নিঃসরণ বৃদ্ধির পথ অনুসরণে বদ্ধপরিকর। ‘যুক্তরাষ্ট্রের বিদ্যমান সহায়তার প্রশংসা করি এবং জ্বালানি দক্ষতা, ক্লিনটেক/গ্রিন এনার্জি, স্মার্ট গ্রিড, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু-স্মার্ট কৃষির মতো ক্ষেত্রগুলোতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আমাদের জাতীয় কর্মপরিকল্পনা ২০২৩-৫০ এবং মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে আরো শক্তিশালী ও গভীর সহযোগিতার প্রত্যাশায় রয়েছি।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা যখন আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন করছি, আসুন আমরা মানুষে-মানুষে দৃঢ় বন্ধনকেও আনন্দময় করি, যা আমাদের দেশগুলোকে আবদ্ধ করে।’ প্রাণবন্ত বাংলাদেশী-আমেরিকান সম্প্রদায় যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক সৌন্দর্যকে সমৃদ্ধ করেছে এবং আমাদের উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখেছে।
হাছান বলেন, ‘আসুন আমরা স্বাধীনতার চেতনা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ী বন্ধুত্বকে উদযাপন করি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।’