ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ অভিনয় করে কুড়িয়েছেন সর্বমহলের প্রশংসা। এবার তাকে দেখা যাবে ভারতীয় ওয়েব সিরিজে। ভারতীয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন মহান মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে চিত্রনায়ক আরিফিন শুভকে। সব ঠিক থাকলে এই সিরিজে আরিফিন শুভ রিপরীতে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে। এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
গণমাধ্যমটিকে দেওয়া সৌমিকের বক্তব্য এমন,— ‘বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না।’ প্রায় একই সুর সৌরসেনীর কথাতেও। তিনি প্রায়ই মুম্বাই যাচ্ছেন। এই বিষয়ে কথা বলার জন্যই কি? প্রশ্ন শুনে তাঁর বক্তব্য, ‘শুধু এই একটি কারণে বলিউড যাচ্ছি, কে বলল? মণীশ মালহোত্রর আগামী ছবিতে কাজ করেছি। তার শুটিং, ডাবিং, প্যাচ ওয়ার্কের জন্যও যেতে হয়েছে।’
শোনা যাচ্ছে, সিরিজটির প্রযোজনায় থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। সৌমিকের আগামী কাজ দেখা যেতে পারে সোনি লিভে। গুঞ্জন, চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়ে গেছে। দুই অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক কথা বলাও নাকি শেষ। সব ঠিক থাকলে শিগগিরিই শুটিং শুরু হবে বলে জানা গেছে।
নায়ক আরিফিন শুভর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্রের বরাতে জানা গেছে, শুভ এতে চূড়ান্ত হয়েছেন।
সৌমিক এর আগেও একাধিক ছবি পরিচালনা করেছেন। উল্লেখযোগ্য কাজ ‘গুলাব গ্যাং’, ‘মহালয়া’। কাহিনিকার-চিত্রনাট্যকার-পরিচালকের পাশাপাশি তিনি গীতিকারও। গুঞ্জন, চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়ে গিয়েছে। দুই অভিনেতার সঙ্গে প্রাথমিক কথা বলাও নাকি সারা। সব ঠিক থাকলে শিগগিরই শুটিং শুরু হবে।
অ্যামাজন প্রাইমে ২০২৩ সালে দারুণ সাড়া ফেলে সৌমিক সেনের ‘জুবিলি’ সিরিজ। যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরি, রাম কাপুর, অপারশক্তি খুরানা কাজ করেছিলেন। ওয়েব মহলে সিরিজ়টি সাড়া ফেলতেই সৌমিকের পরের কাজ নিয়ে স্বাভাবিক ভাবেই দর্শক কৌতূহলী।