Top Newsজাতীয়

আগামীকাল আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক

মোহনা অনলাইন

সার্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে আন্দোলনকারী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে আগামীকাল বৈঠকে বসবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই) এ বৈঠক হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া।

তিনি জানান, ওবায়দুল কাদের ফোন করে বৈঠকের আহ্বান জানিয়েছেন। তাতে সাড়া দিয়ে আগামীকাল শিক্ষক ফেডারেশনের একটি দল দেখা করতে যাবে। আন্দোলন চলমান থাকবে কিনা জানতে চাইলে এ শিক্ষক নেতা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। এ সময় সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিও জানানো হয়।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আজ রেজিস্ট্রার ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে। শিক্ষক সমিতির নেতারা দুপুর ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button