Top Newsআন্তর্জাতিক

আবারো যুক্তরাজ্যের এমপি হলেন টিউলিপ সিদ্দিক

মোহনা অনলাইন

টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামসকে প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি।

লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিক মোট ভোট পেয়েছেন ২৩ হাজার ৪৩২টি, যা ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে পাওয়া ভোটের চেয়ে ১৪ হাজার ১১৮টি বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা কনজারভেটিভ পার্টির প্রার্থী ডন উইলিয়ামস পেয়েছেন আট হাজার ৪৬২টি ভোট। তৃতীয় অবস্থানে থাকা গ্রিন পার্টির লরনা রাসেল পেয়েছেন ছয় হাজার ৬৩০টি ভোট।

নির্বাচনে বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক বলেন, হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের প্রতিনিধিত্ব করতে পারাটা তার জীবনের অনন্য সম্মানের। তিনি ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘যারা আমাকে ভোট দেননি, আমি তাদেরও প্রতিনিধি হিসেবে কাজ করব। সবার জন্য কঠোর পরিশ্রম করব।’

টিউলিপ সিদ্দিক প্রথমবার হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হন ২০১৫ সালে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন এবং সেইভ দ্য চিলড্রেনের সঙ্গে কাজ করেন টিউলিপ, যিনি মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হন। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নেতা বারাক ওবামার প্রচারাভিযানেও অংশ নেন।

২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হন টিউলিপ। ২০১৩ সালের জুলাইয়ে স্থানীয় পার্টির সদস্যদের ভোটে টিউলিপ তৎকালীন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টিকেট পান।

 

 

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button