জীবনধারাবিনোদন

চন্দ্রকলা থিয়েটার ২০২৪ পদক পেলেন সাংবাদিক ও নাট্যব্যক্তিত্ব হৃদয়

মোহনা অনলাইন

মঞ্চের আলোয় জেগে উঠুক সাহস নিয়ে সত্য”” এ স্লোগানকে সামনে রেখে চন্দ্রকলা থিয়েটার পদক ২০২৪ প্রদান ও আজব বাক্স নাটকের ৩০০ তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুলাই ) বিকেল ৫ টায়, চন্দ্রকলা থিয়েটার ঢাকা আয়োজনে চন্দ্রকলা সম্মাননা পদক ২০২৪ এবং আজব বাক্স নাটকের ৩০০ তম প্রদর্শনী দনিয়া স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে।

এবারের চন্দ্রকলা পদক ২০২৪ পেয়েছেন চাঁদপুর শাহরাস্তি উপজেলার পৌর ১১ নং ওয়ার্ড আলোকিত কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ির কৃতি সন্তান শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সম্মানিত সহ-সভাপতি, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি (ভারপ্রাপ্ত) , চাঁদপুর বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সম্মানিত সদস্য,
চাঁদপুর সাহিত্য একাডেমী, রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, রোটারি ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির চাটার মেম্বার- বিশিষ্ট সাংবাদিক, নাট্যকার, নির্দেশক, কবি, অভিনেতা রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

চন্দ্রকলা থিয়েটার পদক-২০২৪ রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয় ( নাট্যকার,নির্দেশক অভিনেতা,গণমাধ্যম কর্মী, প্রতিষ্ঠাতা সভাপতি – রিয়াদ বাংলাদেশ থিয়েটার) এর হাতে সম্মাননা পদক তুলে দেন।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি অভিনয় শিল্পী সংঘের সভাপতি – আহসান হাবিব নাসিম, আহমেদ গিয়াস ( সাধারণ সম্পাদক, বাংলাদেশ পথনাটক পরিষদ), ড. চঞ্চল সৈকত, আন্তর্জাতিক সম্পাদক- বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, সাবেক ফুটবলার ও কোচ খুশি চাকমা, তপন মজুমদার – সম্মানিত অভিনেতা,আবু আজাদ( সভাপতি, দনিয়া সাংস্কৃতিক জোট), বাবুরাম দা, সভাপতি – আদী ঢাকা সাংস্কৃতিক জোট, দনিয়া পাঠাগারের সভাপতি – মো: শাহনেওয়াজ, এইচ আর অনিক – সাধারণ সম্পাদক দনিয়া সাংস্কৃতিক জোট সহ প্রায় ২৭ টি দলের দলপ্রধানগন।

পদপ্রাপ্ত বিশিষ্ট নাট্যজন রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় – চন্দ্রকলা থিয়েটার সহ সকল সাংস্কৃতিক সংগঠন ও নাট্যকর্মীদের তার সম্মাননা পদক উৎসর্গ করেন এবং চন্দ্রকলা থিয়েটার পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান ।

জাহাঙ্গীর আলম হৃদয় উপস্থিত সকলের সামনে দেশের গণ্ডি পেরিয়ে ও প্রবাসে নাট্য চর্চার বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন। তিনি সুস্থ ধারার মঞ্চ নাট্যচর্চার মাধ্যমে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button