ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন ফিলিস্তিনি সাংবাদিক রয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে।
শনিবার (৬ জুলাই) আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোর থেকে চালানো হামলায় দুইজন ফিলিস্তিনি সাংবাদিকসহ ২৭ জন নিহত হয়েছেন। এছাড়াও এসময়ের মধ্যে নতুন করে আহত হয়েছেন শতাধিক।
প্রতিবেদনে বলা হয়, এছাড়া অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৮ হাজার ১১ জন। অন্যদিকে হামলায় আহত হয়েছেন অন্তত ৮৭ হাজার ৪৪৫ জন।