Top Newsপ্রবাস

৬ দিনে প্রবাসী আয় ৩৭ কোটি ডলার

চলতি জুলাই মাসের প্রথম ৬ দিনে (১ থেকে ৬ জুলাই) প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ৩৭ কোটি পাঁচ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাই মাসের প্রথম ৬দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩০ কোটি ৩৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তিন কোটি ৭২ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে দুই কোটি ৮৬ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে প্রথম ৬দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এ সময় ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ৮৬ লাখ ৮০ হাজার ডলার। এরপর ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া প্রবাসী আয় ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এক কোটি ৫৩ লাখ ৫০ হাজার ডলার, সোশ্যাল ইসলামী ব্যাংকের এক কোটি ২৮ লাখ ৭০ হাজার ডলার এবং ডাচ্ বাংলা ব্যাংকের এক কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে আসে ২১৬ কো‌টি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, মার্চে ১৯৯ কো‌টি ৭০ লাখ ৭০ হাজার ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার, মেতে ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার এবং জুনে ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার এসেছে।

author avatar
Mohona Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button