আদালতের বিষয় নিয়ে আদালতে কথা বলতে হবে, রাস্তায় কোনো কথা থাকতে পারে না–বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কোটা ইস্যুতে আদালত সব পক্ষের কথা শুনে সঠিক সিদ্ধান্ত দেবেন। আজ মঙ্গলবার (৯ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, কোটার ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তের কোনো বিষয় নেই। এটি সর্বোচ্চ আদালতের (হাইকোর্ট) সিদ্ধান্ত। আন্দোলনকারীরা আদালতে পক্ষভুক্ত হতে চেয়েছেন। আগামীকাল এর শুনানি হবে। তারা সঠিক পথে আছেন। কিন্তু তারা কোনো আইনজীবী নিয়োগ দেননি।
মন্ত্রী বলেন, এটি আদালতের বিষয়। বাইরে আন্দোলন করে কোনো লাভ হবে না। যদি তারা আইনি পথে হাঁটা শুরু করেন, তাহলে আন্দোলনের কোনো প্রয়োজন নেই। আদালতের বিষয় নিয়ে আদালতে কথা বলতে হবে, রাস্তায় কোনো কথা থাকতে পারে না।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়া এখন মুক্ত। তাই মুক্ত মানুষকে নতুন করে মুক্তি দেওয়া সম্ভব নয়।