‘সিটি মিনিস্টার’ হলেন টিউলিপ সিদ্দিক
টানা চতুর্থবার ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হওয়ার পর এবার লেবার সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।
যুক্তরাজ্যের আর্থিক সেবাখাত তত্ত্বাবধানের দায়িত্ব পালনের লক্ষ্যে দেশটির ‘সিটি মিনিস্টার’ হিসেবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন টিউলিপ সিদ্দিক।
যুক্তরাজ্যের ‘সিটি মিনিস্টার’ মূলত ‘মিনিস্টার ফর ফাইন্যান্স সিটি’। এই পদে আসীন হওয়ায় টিউলিপ সিদ্দিক এখন থেকে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক সেবা খাতের নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবেন। যুক্তরাজ্যের আর্থিক সেবা খাতের নীতিনির্ধারণীতে নেতৃত্ব দেবেন তিনি। অর্থনৈতিক খাতের প্রযুক্তি ও ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ এবং ঋণ ব্যবস্থাপনা–সংক্রান্ত নীতিনির্ধারণের দায়িত্বও থাকবে তাঁর হাতে।
টিউলিপ আর্থিক সেবাবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে বিম অ্যাফোলামির স্থলাভিষিক্ত হচ্ছেন। এইচএসবিসির সাবেক ব্যাংকার অ্যাফোলামি গত টোরি সরকারের সময় এ পদে ছিলেন।
এবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামসকে প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে টানা চতুর্থবারের মত উত্তর-পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপি হয়েছেন টিউলিপ।