Top Newsখেলাধুলা

বিশ্ব ক্রীড়াঙ্গনে ক্রীড়াপ্রেমীদের নির্ঘুম এক রাত আজ

মোহনা অনলাইন

বিশ্ব ক্রীড়াঙ্গনেআজ ‘সুপার সানডে’। আমেরিকা ও ইউরোপের ফুটবলে শ্রেষ্ঠত্ব নির্ধারণের ম্যাচ আজ। সেই সঙ্গে টেনিসের মর্যাদাপূর্ণ গ্র্যান্ড স্লাম আসর উইম্বলডনে ছেলেদের এককের ফাইনালও আজ। বাংলাদেশ সময় অনুযায়ী সময়ের পার্থক্য থাকলেও, প্রায় একইদিনেই মাঠে গড়াবে ক্রীড়াঙ্গনের জমকালো তিন ফাইনাল।

সন্ধ্যা ৭টায় শুরু হবে উইম্বলডনের ফাইনাল। বাংলাদেশে টেনিস সেভাবে প্রচলিত না হলেও এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। উইম্বলডনের সেন্টার কোর্টের খেলা দেখতে অন্য খেলার তারকারা হাজির থাকেন প্রতিনিয়ত। বিশেষ করে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার উইম্বলডনের নিয়মিত দর্শক। উইম্বলডন দেখতে যান ব্রিটিশ রাজপরিবারও। ২০১৯ সালে লর্ডসে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডস।

টেনিস কিংবদন্তি রজার ফেদেরার অবসরে, আরেক কিংবদন্তি রাফায়েল নাদাল আছেন ক্যারিয়ারের সায়াহ্নে। জোকোভিচ-আলকারাজই এখন টেনিসের সেরা দ্বৈরথ। স্বাভাবিকভাবেই এই লড়াই পাঁচ সেটে হওয়াই অনুমিত। ফলে ফাইনালের দৈর্ঘ্য চার-পাচ ঘণ্টাও হতে পারে।

উইম্বলডনের ট্রফি উদযাপন দেখে নৈশভোজ সেরেই এবার ফুটবলে বুদ হওয়ার উপক্রম। বাংলাদেশ সময় রাত ১টায় ইউরোর শ্রেষ্ঠত্বের জন্য লড়বে স্পেন ও ইংল্যান্ড। সর্বশেষ আসরের ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। সেই সময় ‘কামিং হোম’ স্লোগানটি ফুটবল বিশ্বে ভালোই সাড়া জাগিয়েছিল। শেষ পর্যন্ত আর হয়নি। ইতালি টাইব্রেকারে ইউরোপের সেরা হয়। এবারও একই স্লোগান তুলেই শিরোপার লড়াইয়ে নামছে থ্রি লায়ন্সরা।

এই টুর্নামেন্টজুড়ে দারুণ ফুটবল খেলেছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দলে রয়েছে অভিজ্ঞ ও তারুণ্যের দারুণ মিশ্রণ। অন্যদিকে, গ্যারি সাউথগেটের ইংল্যান্ড নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ফাইনালে উঠেছে। ফলে উপভোগ্য এক ফাইনালের প্রত্যাশায় ফুটবল বিশ্ব। গত আসরের মতো এবারও ফাইনাল টাইব্রেকারে গড়ালে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের ঘুমের সুযোগ আরও কমবে। রাত ১টায় শুরু হওয়া ইউরো টাইব্রেকারে গড়ালে শেষ হতে হতে প্রায় চারটা!

ইউরোপ থেকে আমেরিকায় চোখ ঘুরানোর আগে চোখের পাতা দুই-আড়াই ঘণ্টা বিশ্রাম পেতে পারে সর্বোচ্চ। কারণ বাংলাদেশ সময় ভোর ৬টায় আবার কোপা আমেরিকার ফাইনাল। যেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। আনহেল ডি মারিয়া কোপা চ্যাম্পিয়ন হয়েই বিদায় নেবেন, নাকি কলম্বিয়ার উল্লাসে আর্জেন্টিনা বেদনায় নীল হবে সেটা দেখতে দেখতেই বাংলাদেশে অফিস-শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার প্রস্তুতি চলবে। রাত জেগে খেলা দেখেন সাধারণত ক্রীড়াপ্রেমী শিক্ষার্থী ও তরুণরা। অনেকেই আজ রাত জাগলেও, চলমান এইচএসসি পরীক্ষার্থীরা অভিভাবকের চাপ ও নিজেদের সচেতনতায় এমন উত্তেজনা ও রোমাঞ্চ থেকে বঞ্চিত রাখবেন হয়তো!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button