জাতীয়

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

মোহনা অনলাইন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমেরিকার মতো গণতান্ত্রিক রাষ্ট্রে একজন রাষ্ট্রপতি প্রার্থীর ওপর এমন হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

গতকাল রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথাগুলো বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমেরিকা সবসময় তাদের গণতন্ত্র নিয়ে গর্ববোধ করে। তাহলে আমেরিকার মতো সভ্য ও গণতান্ত্রিক দেশে কীভাবে একজন প্রেসিডেন্ট প্রার্থী ও আমেরিকার সাবেক প্রেসিডেন্টের ওপর এমন হামলা হলো, প্রশ্ন করেন প্রধানমন্ত্রী।

এদিকে ওই ঘটনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ট্রাম্পের ওপর হামলা অনভিপ্রেত ও আইনবিরোধী। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। সাবেক মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী সমাবেশে গুলিবর্ষণের ঘটনায় তার মন্তব্য জানতে চাইলে সাংবাদিদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, রাজনীতিতে আমরা কোনো সংঘাত চাই না।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেয়ার সময় হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। একেবারে তার কান ঘেঁষে গুলি করা হয়েছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button