দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো চালু করার বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযাযী যেখানে যা করা দরকার তাই করা হবে। এসব ধ্বংসযজ্ঞ দেখে আমাদের নেত্রী খুব কষ্ট পাচ্ছেন।
ওবায়দুল কাদের আজ শনিবার (২৭ জুলাই) রাজধানীর বনানীতে সেতু ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এখন মেট্রোরেল না থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে। ৩০ মিনিটের পথ দুই ঘণ্টায়ও যাওয়া যাচ্ছে না। আগেও পরপর দুইবার পদ্মা সেতুতে আগুন লাগানোর চেষ্টা হয়েছিল। শেখ হাসিনার অর্জনগুলো ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে। এসব ধ্বংসযজ্ঞ দেখে আমাদের নেত্রী খুব কষ্ট পাচ্ছেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সহিংসতার শিকার মেট্রোরেল কবে নাগাদ চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। হামলাকারীদের যে ফুটেজ ছিল তা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে।