বিশ্ব হেপাটাইটিস দিবস আজ (রবিবার ২৮ জুলাই)। ২০০৮ সালের ২৮ জুলাই বিশ্ববাসীকে সচেতন করতে হেপাটাইটিস দিবস পালনের উদ্যোগ নেয় ‘বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স’। বিশ্বের প্রতিটি দেশে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়।
২০১১ সালে বিশ্বস্বাস্থ্য সংস্থা বিশ্ব দিবসটিকে স্বীকৃতি দিলে এরপর থেকে বিশ্বের প্রতিটি দেশে প্রতিবছর ২৮ জুলাই এ দিবসটি পালন করা হচ্ছে।
লিভারজনিত মারাত্মক রোগের ভাইরাস হেপাটাইটিস-বি। এ ভাইরাস আবিষ্কার করেন নোবেল বিজয়ী বিজ্ঞানী বারুচ স্যামুয়েল ব্লুমবার্গ। এরপর এ রোগ নির্ণয়ের জন্য পরীক্ষাব্যবস্থা উন্নত করার পাশাপাশি টিকার ব্যবস্থাও শুরু করেন তিনি।
চিকিৎসাবিদ্যায় তার এ অবদানকে স্বীকৃতি জানাতে ২৮ জুলাই তার জন্মদিনে ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ পালন করা হয়।
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হেপাটাইটিস দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। এ দিবসের এবারের প্রতিপাদ্য ‘এখনই সময় পদক্ষেপ নেয়ার’।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাসে প্রায় ১ কোটি মানুষ আক্রান্ত। বেসরকারি হিসাবে হেপাটাইটিসে প্রতি বছর ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় দেশে। হেপাটাইটিস নিয়ে উদ্বেগের সবচেয়ে বড় কারণ হচ্ছে সারা বিশ্বে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাসে সংক্রমিত ১০ জনের মধ্যে ৯ জনই জানেন না যে তার শরীরে এই ভাইরাস আছে।
লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির এক গবেষণায় বলা হয়েছে, জন্ডিস নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের শতকরা ৭৬ ভাগ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত।